ঢাকা: কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২২ এপ্রিল)। সকাল দশটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক ডাকা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে ওই বৈঠকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসইউজে/এএসআর