ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করবে নগরবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করবে নগরবাসী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: নির্বাচনে নগরবাসী মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।



তিনি বলেন, আন্দোলনে সব হারিয়ে খালেদা জিয়া এখন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু কথিত আন্দোলনের নামে তিনি মানুষের রক্ত ঝরিয়েছেন, সে কথা তিন সিটির নাগরিকরা ভুলে যাননি।

নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের এক নবদিগন্তের সূচনা হয়েছে। গ্রামে গ্রামে বিদ্যুতের বাতি জ্বলছে। কৃষকের ঘরে সময় মতো সার বীজ পৌঁছে দেওয়া হচ্ছে। উত্তরাঞ্চলে এখন আর মঙ্গা নেই। দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশেকে আন্তর্জাতিক অঙ্গনে এক বিশেষ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হযেছে। অথচ বিএনপি নেত্রী খালেদা জিয়া জনগণের প্রতি আস্থা না রেখে বিদেশি প্রভুদের ওপর ভর করে নানা ষড়যন্ত্র করছেন। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। এটা তাদের দুঃস্বপ্ন।

স্থানীয় চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন- পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার ও উপজেলা নির্বাহী অফিসার সাফিউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।