ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার গাড়ি বহরে হামলা

বুধবার হরতাল, মঙ্গলবার বিক্ষোভ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
বুধবার হরতাল, মঙ্গলবার বিক্ষোভ

ঢাকা: চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার প্রতিব‍াদে আগামী বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

তবে সিটি নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরী হরতালের আওতামুক্ত থাকবে।



সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম নগরী বাদে সারাদেশে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

এর আগে বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে খালেদার জিয়ার গাড়িবহর হামলার শিকার হয়। আওয়ামী লীগ কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এমএম/ জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।