ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালিয়ে অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক সংস্কৃতির নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সোমবার (২০ এপ্রিল) সাড়ে ৩টায় মনিপুরীপাড়া, ইন্দিরা রোডের প্রধান প্রধান মোড়, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, বাসা-বাড়ি কোর্য়াটারসহ এলাকার বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালান তিনি।
প্রচারাভিযানকালে তার সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাট্যকর্মী বন্যা মির্জা, সঙ্গীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম তানিয়া, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি প্রবীর সাহাসহ স্থানীয় নাগরিকরা।
বিভিন্ন এলাকায় প্রচার অভিযানকালে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জোনায়েদ সাকি। এ সময় তিনি এসব এলাকার সমস্যার কথা জানতে চান নাগরিকদের কাছে।
এলাকাবাসী জানান, ঢাকায় অন্যান্য অনেক এলাকার মতো মনিপুরীপাড়া, ইন্দিরা রোডেও রাস্তায় ভয়াবহ জলাবদ্ধতার সঙ্কট। গত কয়েকদিনের বৃষ্টিপাতে সব রাস্তাঘাটে পানি উপচে পড়ে মানুষজনের অবস্থা নাকাল। বৃষ্টির পানিতে পিচ ক্ষয়ে গিয়ে খানা-খন্দ-গর্ত তৈরি হয়ে রাস্তাঘাট ও গলিপথগুলো হাটার অনুপযুক্ত হয়ে উঠেছে। এবং স্যুয়ারেজের লাইনের ময়লা পানি ও আবর্জনায় একাকার হয়ে অবস্থা দুর্বিষহ।
প্রচারভিযানকালে জোনায়েদ সাকি বলেন, ঢাকার যে প্রান্তেই যাওয়া হোক না কেন নাগরিক অধিকার ভূলুণ্ঠিতই হতে দেখা যায়। আজকে মানুষের জান-মালের নিরাপত্তা দিতে নগর প্রশাসন ব্যর্থ। কখনও কোন কার্যকর উদ্যোগ নিতেও দেখা যায় না। অথচ সঠিক পরিকল্পনায় জনগণকে সাথে নিয়ে কাজ করলে মানুষের মাঝে কাজের এবং উদ্যমের মধ্য দিয়েই নাগরিক সংকট নিরসন করা যেত।
নির্বাচিত হলে নাগরিকদের অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক সংস্কৃতির নগর প্রশাসন গড়ে তুলবেন বলে জানান এই মেয়র প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এমজেএফ