ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ প্রগতিশীলতার ওপর আঘাত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ প্রগতিশীলতার ওপর আঘাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: বিশ্ববিদ্যালয়ের ওপর হস্তক্ষেপ প্রগতিশীলতার ওপর আঘাতের শামিল বলে মন্তব্য করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসন মুক্তিযুদ্ধের একটি অর্জন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম একটি উদ্দেশ্য ছিলো যেন তারা শিক্ষা প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করতে না পারে।

রাজনীতিবিদদের বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়  উজ্জীবিত বর্তমান সরকার এ প্রবণতা সমর্থন করে না।

তিনি উভয়পক্ষের সঙ্গে আলোচনা করেছেন উল্লেখ করে বলেন, এমন পরিস্থিতি বেশিদিন চলতে দেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কর্মসূচি দিয়েছে তার স্থগিত রাখার জন্য অনুরোধ করেছি।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারের ভাবমূর্তি অনেকাংশে জড়িত উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কি করা দরকার এখন সবাই বুঝতে পারছেন।

গত ১৫ ও ১৬ এপ্রিল রাবি উপাচার্যের সঙ্গে সংসদ ওমর ফারুক ও নগর আওয়ামী লীগের কয়েকজন নেতা অসৌজন্যমূলক আচরণ ও তাকে লাঞ্ছিত করেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।