ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন

যত বাধাই আসুক নির্বাচনী প্রচারণা চলবে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
যত বাধাই আসুক নির্বাচনী প্রচারণা চলবে ব্যারিস্টার মওদুদ আহমেদ

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে যত বাধাই আসুক না কেন নির্বাচনী প্রচারণা অব্যহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।



এর আগে বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় নামেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার গাড়ি বহরটি কারওয়ান বাজারে পৌছালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় তারা খালেদা জিয়ার বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।   হামলায় চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) ৩ সদস্যসহ ৩ নারী নেত্রী আহত হন।

আহত সিএসএফ সদস্যরা হলেন- ওমর ফারুক হোসেন, ফজলু ও এনাম।

এর পরপরই পল্টন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

ব্যারিস্টার মওদুদ বলেন, যত বাধা আসুক না কেন, নির্বাচনী প্রচারণা চলবে। এটা কেউ থামিয়ে রাখতে পারবে না। সমর্থনের যে স্রোত দেখা যাচ্ছে তিন সিটিতেই বিজয় লাভ করবে বিএনপি প্রার্থীরা।

তিনি বলেন, খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে তার গাড়ি বহরে পুলিশের সহযোগিতায় হামলা চালিয়েছিলো আওয়ামী লীগের গুন্ডারা। কিন্তু তারা এ কাজে ব্যর্থ হয়েছে। এর সবকিছু সরকারের পরিকল্পিত বলেও মন্তব্য করেন তিনি। এ হামলা হচ্ছে ফ্যাসিবাদী সরকারের বহি:প্রকাশ।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে তাদের পর‍াজয় জেনেই তারা এ হামলা করছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মওদুদ বলেন, নির্বাচনী কার্যক্রম শুরুর দিকেই সরকারের এমপি মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়াকে প্রতিহত করা হবে বলে বিভিন্ন সমাবেশে বলে ছিলেন। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখে আমাদের চিন্তা-চেতনা ভিন্ন দিকে চলতে দেবেন না। তাহলে এর পরিণাম হবে ভয়াবহ

সংবাদ সম্মেলনে তিনি মঙ্গলবার (২০ এপ্রিল) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ও বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু এ হরতাল ও বিক্ষোভ কর্মসূচির আওতার বাহিরে থাকবে ঢাকা ও চট্টগ্রাম।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।