নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারীকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল’২০১৫) দুপুরে অভিযান চালিয়ে গোপালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, মনির হোসেন গত ৭ জানুয়ারি উপজেলার চৌমুহনী বাজারের রেল গেইট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এএটি/এনএস/
।