ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সেমিনারে ব্যস্ত সাঈদ খোকন, প্রচারণায় তার স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
সেমিনারে ব্যস্ত সাঈদ খোকন, প্রচারণায় তার স্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রচারণার ১৪তম দিনে সভা-সেমিনারে কাটিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সাঈদ খোকন। তার পক্ষে টানা দ্বিতীয় দিনের মত প্রচারণা চালিয়েছেন স্ত্রী ফারহানা সাঈদ।



সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে একটি পত্রিকা অফিসে গোলটেবিল বেঠকে অংশ নেন সাঈদ খোকন।

এরপর দুপুর ১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘মিট ঢাকা’ নামে দক্ষিণের মেয়রপ্রার্থীদের এক বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন তিনি।

বিকেল সাড়ে ৪ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ, রমনায় নিজের নির্বাচনি প্ল্যাটফর্ম সহস্র নাগরিক কমিটির এক মতবিনিময় সভায় যোগ দেন সাঈদ খোকন। এরপর সন্ধ্যা ৬টায় ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন তিনি।

একই দিন সকাল সাড়ে ১১টায় সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন ও স্বামীর পক্ষে ভোট চান।

পরে কাকরাইল মোড়, পল্টন মোড়, টিএসসি ও হাজারীবাগ এলাকায় স্বামীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান। ফারহানা সাঈদের সঙ্গে ছিলেন তার বাবা, সাঈদ খোকনের বোন শাহানা হানিফসহ দুই পরিবারের সদস্য ও দলীয় সমর্থকরা।

প্রচারণার সময় ফারহানা হানিফ বলেন, আমার স্বামী বাসযোগ্য বিশ্বামানের ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতি পূরণে তাকে অন্তত একটিবারের জন্য হলেও সুযোগ দিন। তার বাবা, আমার শ্বশুর প্রয়াত মেয়র হানিফ ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করেছেন। আমার স্বামীও আপনাদের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে এক মতবিনিময় সভায় সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় নির্বাচন হলেও ‘মধ্যবর্তী’ নির্বাচনের গুরুত্ববহন করে। এই নির্বাচন ৭১ পরাজিত শক্তির সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। এখানে পরাজিত হওয়ার সুযোগ নেই। পরাজিত হলে আওয়ামী লীগের বিপর্যয় হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসইউজে/এমজেএফ/

** সিটি নির্বাচনে পরাজয় হবে আ.লীগের বিপর্যয়
** মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ববাহী সিটি নির্বাচন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।