ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনে পরাজয় হবে আ.লীগের বিপর্যয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
সিটি নির্বাচনে পরাজয় হবে আ.লীগের বিপর্যয় ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন সিটি করপোরেশ নির্বাচনে পরাজিত হলে আওয়ামী লীগের ভয়াবহ বিপর্যয় হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সহস্র নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামীপন্থি বুদ্ধিজীবী, চিকিৎসক, সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে সহস্র নাগরিক কমিটির সমাবেশে তিনি এ কথা বলেন।



আসন্ন সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হলেও মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব বহন করে জানিয়ে সাঈদ খোকন বলেন, এ নির্বাচন ১৯৭১ সালের পরাজিত শক্তির সঙ্গে স্বাধীনতাপক্ষের শক্তির। এ নির্বাচনে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনে কোনো রকম বিচ্যুতি ঘটলে আমাদের জন্য ভয়াবহ বিপর্যয়।

তিনি বলেন, কয়েকদিন আগে বিএনপি জামায়াতের তান্ডবে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। শিশুকে হত্যা করা হয়েছে। নিরাপদ মানুষকে খুন করা হয়েছে। সেই ঢাকায় তাদের দলের প্রার্থীরা বিজয়ী হলে এর ধারাবাহিকতা বজায় থাকবে।

এ সময় ভোট প্রার্থনা করে সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাবাসীর যানজট সমস্যা সমাধানের জন্য ফ্লাইওভার, মেট্রোরেল তৈরি করছেন। পানি-বিদ্যুৎ সমস্যার সমাধান করছেন। এসব উন্নয়নের কাজে সহযাত্রী হিসেবে আপনাদের সমর্থন চাই, একটি করে ইলিশ প্রতীকে ভোট চাই। একটি নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই। আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে আমার মেয়াদকালে নগর পিতা নয়, সন্তান হিসেবে আগলে রাখবো। মানুষের কল্যাণে বাবার মতো আমার জীবন উৎসর্গ করবো।

সংগঠনের আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, আওয়ামী লীগ নেতা ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, নজরুল ইসলাম বাবু, সাহিত্যিক শ্যামলী নাসরিন চৌধুরী, ড. হামিদা বানু, অধ্যাপক মাকসুদ কামাল, আফরোজা বানু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসইউজে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।