ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালানোর সময় রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
সোমবার (২০ এপিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ন্যাক্কারজনক ঘটনার মধ্যদিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্র নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় আবারো প্রমাণিত হলো সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না।
বিরোধী দল সমর্থিত প্রার্থী ও সমর্থকরা যাতে নির্বাচনী প্রচারণায় থাকতে না পারে সেজন্যই সরকারি দলের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে বিরোধী দলের প্রার্থীদের নিরাপত্তা বিধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি তিনি আহবান জানান।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এলকে/বিএস