ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

রাজনীতি

আফরোজা আব্বাসের ১৫তম দিনের নির্বাচনী প্রচারণা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
আফরোজা আব্বাসের ১৫তম দিনের নির্বাচনী প্রচারণা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটির বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস ১৫তম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সোয়া ১০টায় রাজধানীর লালবাগের হোসনী দালান এলাকা থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।



এ সময় সাধারণ জনগণ, যুবদল, ছাত্রদল, মহিলাদল, জাসাসসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাতে দেখা যায়।

দিনব্যাপী প্রচারণায় আফরোজা আব্বাস রাজধানীর নাজিমউদ্দিন রোড, বকশীবাজার, চানখারপুল, তারা মসজিদ, তাঁতী বাজার, বেগম বাজার এবং ঢাকা শিক্ষা বোর্ড এলাকার ভোটারদের সঙ্গে জনসংযোগ চালাবেন।

এদিকে, মঙ্গলবার (২১ এপ্রিল) হাইকোর্টে মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এমএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।