ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা নির্বাচন থেকে পালাবেন না, নিশ্চয়তা চান মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
খালেদা নির্বাচন থেকে পালাবেন না, নিশ্চয়তা চান মেনন রাশেদ খান মেনন

ঢাকা: সিটি নির্বাচন ছেড়ে পালিয়ে যাবেন না, খালেদা জিয়ার কাছে সে নিশ্চয়তা চেয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, খালেদা জিয়া আমাদের এ আশ্বাস দিক তিনি নির্বাচন ছেড়ে পালিয়ে যাবেন না।

শেষ পর্যন্ত তিনি নির্বাচনের সঙ্গে থাকবেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা রিপোটার্স ইউনিটিতে জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি সফিকুর রহমান মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া উস্কানি দিচ্ছেন অভিযোগ করে রাশেদ খান মেনন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। উস্কানি দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করবেন না।

যারা মানুষ পুড়িয়ে হত্যা করে সাধারণ মানুষ কখনো তাদের পক্ষে ভোটের রায় দেবে না বলেও মন্তব্য করেন মেনন।

লেভেল প্লেইং ফিল্ড সর্ম্পকে তিনি বলেন, সমতল ভূমির কথা বলা হয়। আমরা কি সন্ত্রাসীদের ডেকে নির্বাচনে এনে তাদের নির্বাচিত করবো?

সংগঠনের সভাপতি আসম জাকারিয়ার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, জাতীয় শ্রমিক লীগ সভাপতি শক্কুর মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।