ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
জয়পুরহাটে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

জয়পুরহাট: জয়পুরহাটে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন।

মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন-জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস।

যোগদান পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ডা. আ. মতিন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখর মজুমদার, উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান টিটো, সদস্য নজরুল ইসলাম, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে বের হযে আসা নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।