ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার গাড়িবহরে হামলা

বিএনপির মামলা নেয়নি পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
বিএনপির মামলা নেয়নি পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে সিটি নির্বাচনের প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির তরফে লিখিত অভিযোগ করা হলেও এখনও তা মামলা হিসেবে নেয়নি পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে দায়ী করে বিএনপির তরফে এ অভিযোগ জমা দেয়া হয়।



বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়কারী মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর স্বাক্ষরিত অভিযোগপত্র তেজগাঁও থানায় জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং তাহেরুল ইসলাম তৌহিদ।

ওই অভিযোগে বলা হয়-‘ওত পেতে থাকা শাসক দল সমর্থিত সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের উপর হামলা চালায়। ’

মামলা এখনও নথিভুক্ত না হওয়ার বিষয়ে তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আফরোজুল হক টুটুল বাংলানিউজকে জানান, ‘আমরা বাইরে মিটিংয়ে আছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এসেছে, সেটা নথিভুক্ত করলেই মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। ’

সোমবার ( ২০ এপ্রিল)  বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালানোর সময় কারওয়ানবাজারে হামলার শিকার হয় খালেদার জিয়ার গাড়িবহর। আওয়ামী লীগ কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে বিএনপি।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এনএইচএফ/টিআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।