ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

হাবিপ্রবিতে ২ ছাত্র নিহতের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
হাবিপ্রবিতে ২ ছাত্র নিহতের ঘটনায় মামলা

হাবিপ্রবি (দিনাজপুর): দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, হাবিপ্রবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র নিহত হয়। এ ঘটনায় পুলিশ ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মঙ্গলবার দুপুরে এ মামলা সংক্রান্ত কাগজপত্র আদালতে পাঠ‍ানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশি তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।