ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থীরা পরাজিত হবেন বুঝতে পেরে নির্বাচনী প্রচারণার নামে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘সিটি করপোরেশন নির্বাচনকে নৈরাজ্য ও সন্ত্রাসমুক্ত রাখতে পেট্রোলবোমা নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে’ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া বুঝতে পেরেছেন ঢাকা সিটিতে তার মনোনীত প্রার্থীরা জনগণের ভোট পাবেন না। তাই তিনি নির্বাচনী উৎসবকে নষ্ট করার জন্য প্রচারণার নামে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে চাইছেন।
নির্বাচনকে বানচাল করার জন্য ও নির্বাচনে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতেই খালেদা জিয়া তার ওপর হামলার নাটক করছেন বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া যেখানেই যাবেন, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, তিনি (খালেদা জিয়া) দেশকে অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে চান।
নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি চেয়ারপারসন প্রচারণার নামে আর যেনো নাটক তৈরি করতে না পারেন সেজন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করারও অনুরোধ জানান তিনি।
আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এলকে/এমইউএম/আরএম/