ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

গোয়ালন্দে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
গোয়ালন্দে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ছবি : প্রতীকী

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান পলাশকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দড়াপের ডাঙ্গি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।



পলাশ একই ইউনিয়নের জয়নুদ্দিন সরর্দার পাড়ার সিদ্দিক ব্যাপারির ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে গোয়ালন্দ শহরে যাচ্ছিলেন পলাশ। পথে দড়াপের ডাঙ্গি এলাকায় চার/পাঁচজনের একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আশপাশের লোকজন এ অবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক এ কে এম নাসিরউল্লা জানান, প্রায় নয় মাস আগে দিলদার নামে এক যুবককে কুপিয়েছিলেন পলাশ। এর জেরে বা অন্য কারো সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন জানান, পলাশ উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে যুবলীগের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।