ঢাকা: প্রার্থীদের প্রচারণায় বাধা সৃষ্টির মাধ্যমে নির্বাচনের পরিবেশ বিঘ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ঢাকা উত্তরের মেয়র প্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি।
তিনি বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু নির্বাচনী লড়াইয়ে থাকা কোনো প্রার্থী বা তার পক্ষে প্রচারণাকারীর ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়।
মঙ্গলবার (২১ এপ্রিল’২০১৫) বেলা সাড়ে ১২টায় রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ২০ দলীয় জোটের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। তাদের মতের সাথে আমাদের অনেক অমিল থাকতে পারে। কিন্তু যখন নির্বাচনে কোন প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া হয় সেটাতো সভ্য মানুষের কোনো কাজ হতে পারে না। আমি মনে করি যথাযথভাবে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।
জোনায়েদ সাকি বাড্ডা, শাহাজাদপুর, কালাচাঁদপুর এলাকায় নির্বাচনী টেলিস্কোপ মার্কায় ভোট চান ভোটারদের কাছে। নির্বাচিত হলে ঢাকাকে নতুন রুপে সাজানোর প্রতিশ্রুতিও দেন এ মেয়র প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএম/এনএস/