ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সাততলা বস্তি থেকে প্রচারণায় ক্বাফী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
সাততলা বস্তি থেকে প্রচারণায় ক্বাফী ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী রাজধানীর মহাখালী সাততলা বস্তি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
 
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে তিনি নির্বাচনী প্রচারণায় নেমে পরেন।

এ সময় মহাখালী-বনানী এলাকায় ভোটারদের কাছে ‘হাতী’ মার্কায় ভোট চান তিনি।
 
এরপর ক্বাফী রতন আগারগাঁও-তালতলা এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। সেখান থেকে বিকেলে ৫টায় মোহাম্মদপুর বেড়িবাঁধে যাবেন।

নির্বাচনী প্রচারণা শেষে মোহাম্মদপুর আলম মার্কেটের সামনে গণসমাবেশে বক্তব্য রাখবেন আবদুল্লাহ আল ক্বাফী।
 
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।