খুলনা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল করতে পারেনি খুলনা মহানগর বিএনপি। পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় তাদের বিক্ষোভ মিছিল কর্মসূচি পণ্ড হয়ে যায়।
এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। মিছিল করতে না দেওয়ায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
লিখিত বক্তব্যে মঞ্জু বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে ক্ষমতাসীন সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ‘অবৈধ হাসিনা সরকার’ গণতন্ত্র তুলে দিয়ে বাকশাল কায়েমের অপচেষ্টা চালাচ্ছে। এ সরকারের আমলে কারোরই নিরাপত্তা নেই।
তিনি আরও বলেন, খুন, গুম, হামলা-মামলা আর নির্যাতন করে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না। ৫ জানুয়ারি ‘অবৈধভাবে একদলীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী’ সরকার গায়ের জোরে জবরদস্তিমূলকভাবে সিটি করপোরেশনও দখল করতে চায়। এ কারণেই তারা খালেদার গাড়িবহরে হামলা চালিয়েছে।
সংবাদ সম্মেলনে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হাসান দুলু, মহানগর যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসান ও বিএনপি নেতা শেখ মোশারফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএন/এএসআর