যশোর: আসন্ন যশোর চেম্বার অব কমার্স নির্বাচনের প্রার্থী বিএনপি পন্থি চার ব্যবসায়ী নেতাকে আটক করার প্রতিবাদে থানা ঘেরাও করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে শহরের রবীন্দ্রনাথ (আর এন) সড়কের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মিছিল নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন।
এর আগে, সোমবার (২১ এপ্রিল) রাতে সাইদুর রহমান ঠান্ডু, মোস্তফা গোলাম কাদের, সাজেদুর রহমান সুজা ও মকসেদ আলী নামে চার ব্যবসায়ী নেতাকে আটক করে পুলিশ।
আন্দোলনরত ব্যবসায়ীদের অভিযোগ, ১৬ মে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। ওই নির্বাচনে যাতে প্রার্থী হতে না পারেন সেজন্য বিএনপি পন্থি চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বিষয়টি অস্বীকার করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বলেন, নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করার সময় ওই চার ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসআই