ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শহরের হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।

এতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় বিএনপি নেতা কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, জেলা ছাত্রদল নেতা শামসুল আলম উজ্জ্বল, এজিএস রাসেল চৌধুরী, জিএস মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
টিএমএম/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।