ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পৌনে ৫টা থেকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন। এ দলে রয়েছেন দলটির আরও দুই স্থায়ী কমিটির সদস্য। তারা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব একেএম মাজাহারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য বিএনপির প্রতিনিধি দলটি সময় চেয়েছিল। সিইসি তাদের সাক্ষাতের জন্য সময় দিয়েছেন।
এর আগে ২০ দলীয় জোট নেতারা দু’দফায় সিইসির সঙ্গে সিটি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সাক্ষাৎ করেন।
** বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫, আপডেট ১৭০৬
আইএ