ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রভাব নেই রাজশাহীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
হরতালের প্রভাব নেই রাজশাহীতে

রাজশাহী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই রাজশাহীতে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৬টা থেকে এ হরতাল কর্মসূচি শুরু হলেও নগরের প্রত্যাহিক জীবনযাত্রা চলছে স্বাভাবিত গতিতেই।

বরাবরের মতো আজও হরতালের সমর্থনে মাঠে নামেনি ২০ দলের কোনো নেতাকর্মী। ফলে হরতালকে কেন্দ্র করে শহরের কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালে নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। শহরের স্পর্শকাতর স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাস চলাচল করছে। তবে এর সংখ্যা অন্যদিনের তুলনায় কিছুটা কম। স্বাভাবিক রয়েছে আন্তঃজেলা রুটের বাস চলাচলও।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, গোরহাঙ্গা রেলগেইট, শিরোইল বাস টার্মিনাল এলাকায় তীব্র যানজট দেখা গেছে। এছাড়া সব ধরণের হালকা যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে।

রাজশাহী রেলস্টেশন থেকে সকালে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস, খুলনাগামী কপোতাক্ষ, বরেন্দ্রসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ও লোকাল মেইল ট্রেন যথাসময়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। হরতালের কারণে নিরপদ বাহন হিসেবে ট্রেনে বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানিয়েছেন, হরতালকে কেন্দ্র করে মহানগরজুড়ে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন আছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসএস/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।