ঢাকা: সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে অভিযোগ তুলে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, পরপর দু’দিন খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় বাধা ও গাড়িবহরে হামলা চালিয়ে তাকে হত্যাচেষ্টায় প্রমাণিত হয়েছে সরকার সন্ত্রাসের পথই বেছে নিয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, সরকার সন্ত্রাসকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনকে সামনে রেখে ভীতি ছড়াচ্ছে। কিন্তু আমরা এ ধরনের উত্তেজনা ছড়াতে চাই না, বরং তা প্রশমিত করতে চাই।
বিএনপির এ নেতা বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে খালেদার গাড়িবহরে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের শাস্তি নিশ্চিত হলেই যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কেটে যাবে। নতুবা মানুষ মনে করবে এই নির্বাচন নিরপেক্ষ হবে না এবং কেউ ভোটও দিতে যাবে না।
খালেদার গাড়িবহরে হামলার ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করে ড. রিপন বলেন, পত্রপত্রিকায় যেখানে হামলাকারীদের নাম-পরিচয় পর্যন্ত উল্লেখ আছে- সেখানে এ ধরনের মিথ্যাচার হাস্যকর। এ ধরনের মিথ্যাচার করা হলে রাজনীতিকদের ওপর মানুষের আর আস্থা-বিশ্বাস থাকে না।
ড. রিপন বলেন, তিন তিনবারের প্রধানমন্ত্রীর গাড়ি বহরে এ হামলায় বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই অবস্থায় উত্তেজনা ছড়াতে থাকলেও বিএনপি তা প্রশমিত করারই চেষ্টা করে যাবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফকিরাপুলে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের সমর্থকরা খালেদার গাড়িবহরে হামলা চালিয়েছে অভিযোগ করে এরও নিন্দা জানান ড. রিপন।
তিনি সব প্রার্থীর প্রতি সন্ত্রাসকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী-নেতাদের মতো দায়িত্বশীল ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে ড. রিপন বলেন, আপনারা এভাবে উস্কানি দিলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আর থাকবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও বিঘ্নিত হবে। এর ফলে রাজনীতি সংকটে পড়তে পারে।
নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, এখনও সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের ও জনগণের আস্থা-বিশ্বাস আছে। তাই নির্বাচনে সেনাবাহিনীকে কেবল রাস্তায় টহলের জন্য নামালেই হবে না। তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রতি কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালনের ব্যবস্থা করতে হবে।
ড. রিপন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের যে অবস্থা, সন্ত্রাসীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে যে কোনো বিপদ ঘটতে পারে। তাই নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েনের কোনো বিকল্প নেই।
সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভয় পাচ্ছে উল্লেখ করে রিপন বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানাবো। আমরা বলতে চাই, সুষ্ঠু নির্বাচন হলে যে ফলাফলই হোক আমরা মেনে নেবো।
তিনি খিলগাঁওয়ের গোড়ানে কাউন্সিলর প্রার্থী হাবিবা চৌধুরীর দু’টি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ তুলে অবিলম্বে এ বিষয়ে ইসিকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। এভাবে ঘটতে থাকলে মানুষের সুষ্ঠু নির্বাচনের আশা ভেস্তে যাবে। মানুষ ভোট-বঞ্চিত হবে। এ জন্য দায়ী থাকবে ইসি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও ফরিদপুর জেলা সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, কৃষক দলের যুগ্ম-সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এমএম/এইচএ/