ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদার গাড়িবহরে বিভিন্ন জেলার জামায়াত কর্মী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
‘খালেদার গাড়িবহরে বিভিন্ন জেলার জামায়াত কর্মী’ ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে দেশের বিভিন্ন জেলা থেকে আসা জামায়াত কর্মীরা অংশ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
 
তিনি দাবি করেন, নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে নষ্ট করে মাঠ থেকে পালানোর চেষ্টা করছেন খালেদা জিয়া।


 
বুধবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে কমরেড লেনিনের ১৪৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজন করে এ আলোচনা সভার। সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া।
 
রাশেদ খান মেনন বলেন, সিটি নির্বাচনে বিএনপি জামায়াতকে তেমন ছাড় দেয়নি। কিন্তু জামায়াত বিএনপিকে নানাভাবে ছাড় দিয়ে টিকে আছে। গত কয়েকদিনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াতের কর্মী অংশ নিয়েছেন। আমি প্রত্যক্ষভাবে খবর নেওয়ার চেষ্টা করে এসব তথ্য পেয়েছি।
 
তিনি দাবি করেন, সিটি নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্যই খালেদা জিয়া বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। হয়তো বা মাঠ থেকে চলে যাওয়ার জন্যই তিনি এ কৌশল নিয়েছেন। কেননা, তারা গত তিন মাসে সহিংসতা চালিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ নির্বাচন নিয়েও কিন্তু তাদের দ্বিধা-দ্বন্দ্ব আছে।
 
রাশেদ খান মেনন বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সঙ্কট হচ্ছে ধর্মীয় মৌলবাদ ও জঙ্গিবাদ। দেশে এখনও ২৯টির মতো জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় আছে। এদের মূল হোতা হিসেবে কাজ করছে জামায়াত। বিএনপি-জামায়াত জোটের নেতারাও অনেকেই এদের সঙ্গে রয়েছেন।

দিলীপ বড়ুয়া বলেন, যতোদিন বৈষম্য, শ্রেণিভাগ থাকবে ততোদিন পর্যন্ত মার্কসবাদ প্রাসঙ্গিক। মার্কস ও লেনিনবাদ ধারণ করতে না পারার কারণে  আজও সমাজ ও দেশে মৌলবাদ, জঙ্গিবাদের উথান হচ্ছে।
 
সভায় আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।