খুলনা: ২০ দলীয় জোট ঘোষিত হরতালের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে মিছিলটি নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপলু। এছাড়া আরও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফেজ শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী নাহিদুজ্জামান, যুবলীগ নেতা আমির হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান রাসেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আইএ