ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

রামুতে বিএনপি নেতাসহ অপহৃত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
রামুতে বিএনপি নেতাসহ অপহৃত ৩

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এক বিএনপি নেতাসহ তিন ব্যক্তিকে কক্সবাজারের রামু উপজেলা থেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
 
বুধবার (২২ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে মোটরসাইকেলে করে বান্দরবান যাওয়ার পথে রামু উপজেলার ঈদগড় এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।


 
অপহৃতরা হলেন- বাইশারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম (৫৫), মোটরসাইকেলের চালক রামু উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম (২৮) এবং রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (৩৮)।
 
অপহৃত বিএনপি নেতা ফরিদুল আলমের ছেলে মোহাম্মদ ওসমান জানান, সকাল ৯টার দিকে আদালতে মামলার হাজিরা দিতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বান্দরবান যাচ্ছিলেন তার বাবা। পথে কক্সবাজার সদর উপজেলার ঈদগড় এলাকায় তার বাবা ও অপর দুইজনকে অপহরণ করে দুর্বৃত্তরা।  
 
স্থানীয়দের মাধ্যমে অপহরণের খবর পেয়ে বিষয়টি নাইক্ষ্যংছড়ি ও রামু পুলিশকে অবহিত করা হয়েছে। এছাড়া, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছে।  
 
দুপুর ২টার দিকে তার বাবার মোবাইল থেকে তার মোবাইল ফোনে কল আসে। এ সময় দুর্বৃত্তরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
 
নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তারা কক্সবাজার রামু উপজেলা থেকে অপহৃত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি রামু উপজেলা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।  
 
তাদের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।  
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫  
এমজেড  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।