ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দুই কাউন্সিলর প্রার্থীকে হত্যার পরিকল্পনার অভিযোগে পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- মো. এমদাদ হোসেন (৩৬), মো. দেলোয়ার হোসেন (২৪) মো. চাঁন মিয়া (৪৫), সাগর (২৪) এবং আলামিন ওরফে আকাশ (২৩)।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ২১ এপ্রিল) থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর কোতোয়ালি থানা ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
মনিরুল জানান, সিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে অস্ত্রের চাহিদা ও দাম দু’টিই বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ওই সন্ত্রাসীরা জানান-সিটি নির্বাচনের দুই কাউন্সিলর প্রার্থী তাদের হত্যার টার্গেটে আছে।
তিনি জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় চাপাইনবাবগঞ্জ জেলা থেকে অস্ত্র বিক্রির জন্য ঢাকায় আসা মো. এমদাদ হোসেন (৩৬), মো. দেলোয়ার হোসেন (২৪) ও মো. চাঁন মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি অস্ত্র, ৩টি ম্যাগাজিন ও ১২রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
যুগ্ম-কমিশনার জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর এক অভিযানে বুধবার (২২ এপ্রিল) ভোর ৪টা ৩৫ মিনিটে রাজধানীর কোতোয়ালি থানার ওয়াইজ ঘাট এলাকা থেকে পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী সাগর গ্রুপের দলনেতা সাগর (২৪) এবং তার সহযোগী আলামিন ওরফে আকাশকে (২৩) গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি অস্ত্র, ৮রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর নিজেকে পুরান ঢাকার নবগঠিত সাগর গ্রুপের দলনেতা হিসেবে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পুরান ঢাকা এলাকায় হত্যা, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগে ৮টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অপর ৩ অস্ত্র ব্যবসায়ী সাগর গ্রুপসহ অন্যান্য গ্রুপকে অস্ত্র সরবরাহ করে আসছিলেন বলে মনিরুল জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি ও যাত্রাবাড়ী থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সন্ত্রাসীদের হত্যার পরিকল্পনা করা দুই কাউন্সিলর প্রার্থীর নাম তদন্তের স্বার্থে জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসজেএ/টিআই