ঢাকা: ফের হামলা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে। হামলায় খালেদা জিয়ার গাড়ির পেছনের অংশের কাঁচ ভেঙ্গে গেছে।
বুধবার বিকেলে রাজধানীর বাংলামটরে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে এ হামলা চালানো হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এর আগে গত সোমবার কারওয়ানবাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।
বুধবার খালেদা জিয়া টানা পঞ্চম দিনের মতো নির্বাচনী প্রচারণায় বের হয়ে বনানী-মহাখালী-হয়ে বিকেল সাড়ে পাঁচটার কিছু আগে বাংলামটর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তার গাড়ি বহর বাংলামটর মোড়ের কাছে এলে পেছন থেকে হামলা চালানো হয়।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে গত শনিবার প্রথমবারের মতো মাঠে নামেন বিএনপি প্রধান। এরপর রোব, সোম ও মঙ্গলবারও তিনি নির্বাচনী প্রচারণায় নামেন।
বুধবার টানা পঞ্চম দিনের মতো তিনি ভোট চাইতে বের হলেন।
এবারের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস এবং উত্তর সিটি করপোরেশনে ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল লড়ছেন বিএনপির সমর্থন নিয়ে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জেডএম/