ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ও হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে বের হওয়া এ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।



এ সময় বিএনপি নেতা কাজী রানা, রতন আকন্দ, মাহাবুব, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ, জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, জেলা ছাত্রদল নেতা শামসুল আলম উজ্জ্বল, এজিএস রাসেল চৌধুরী, জিএস মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিলটি নতুন বাজার মোড় পর্যন্ত যেতেই পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। এতে দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।