ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার প্রচারণায় আপত্তি ইসির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
খালেদার প্রচারণায় আপত্তি ইসির

ঢাকা: খালেদা জিয়াকে গাড়িবহর নিয়ে প্রচারণা চালানোর বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপির সমর্থিত দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
বুধবার (২২ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে এ চিঠি দিয়েছেন।

একই ধরনের চিঠি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকেও পাঠিয়েছেন।

ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার মো. নওয়াবুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, প্রচারণা চালানোর নিষেধাজ্ঞা দিয়ে খালেদা জিয়াকে কোনো চিঠি দেওয়া হয়নি। কিন্তু যে প্রার্থীর পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন, সে প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া খালেদা জিয়ার প্রচারণা চালাতে কোনো বাধাও নেই। কিন্তু গাড়িবহর নিয়ে বা রাস্তা বন্ধ করে যেন কেউ তার পক্ষে প্রচারণা না চালান, সে বিষয়ে সতর্ক থাকতে মির্জা আব্বাসকে বলা হয়েছে।

তাবিথ আউয়ালকেও একই বিষয়ে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে বলে ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার মো. নজরুল ইসলাম জানিয়েছেন।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি রাস্তা বন্ধ করে জনগণের অসুবিধা হয়, এমন কোনো ধরনের প্রচারণা চালাতে পারেন না। এছাড়া বিধিমালা অনুযায়ী, সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করতেও পারেন না বা প্রচারণার উদ্দেশ্যে কোনো মঞ্চও তৈরি করতে পারবেন না।
 
গত কয়েকদিন ধরে বিএনপির চেয়ারপারসন তার দল সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ফকিরাপুলে একটি পথসভাও করেছেন।
 
আচরণবিধি ভঙ্গের দায়ে, অনধিক ছয় মাসের জেল বা ৫০ হাজার টাকার জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এছাড়া একই কারণে কোনো প্রার্থীর প্রার্থিতাও বাতিল করতে পারে নির্বাচন কমিশন।
 
আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটির দুই অংশের নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।