ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সব দলের সমর্থকদের কাছে ভোট চান আনিসুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
সব দলের সমর্থকদের কাছে ভোট চান আনিসুল ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত মুক্তিযুদ্ধের চেতনার ঢাকা গড়তে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হককে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানিয়েছে সহস্র নাগরিক কমিটি।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে আনিসুল হকের পক্ষে এ আহবান জানানো হয়।



সহস্র নাগরিক কমিটি এ সুধী সমাবেশের আয়োজন করে।

সুধী সমাবেশে আনিসুল হক নগর ভবনকে নাগরিকদের ভবন করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হলেও সব দলের সমর্থকদের কাছ থেকে ভোট প্রার্থনা করছি। আপনারা এমন একজনকে ভোট দেবেন, যার অভিজ্ঞতা আছে, আপনাদের জন্য কাজ করার ইচ্ছা আছে। আমি নির্বাচিত হলে নগর ভবনকে নাগরিক ভবন বানাবো যেখানে সব মানুষের অধিকার থাকবে। নগর ভবন সবার জন্য উন্মুক্ত থাকবে।

মানুষের জন্য কাজ করার ইচ্ছা ও নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, আমি ৩০ বছর ধরে ব্যবসা করছি। বিভিন্ন ব্যবসায়িক সংগঠনকে নেতৃত্ব দিয়েছি। সেখানে মানুষের জন্য কাজ করেছি। আমি ঢাকার মানুষের জন্য কাজ করতে চাই। আমার অভিজ্ঞতা আছে, সুনাম আছে। আমি তিলে তিলে যে সম্মান অর্জন করেছি ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত হয়ে আমার অর্জিত সে সম্মান নষ্ট করবো না।

আনিসুল হক বলেন, আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়েছে। কিন্তু আমি শুধু আওয়ামী লীগ নয়, আমি সব দলের সমর্থকদের কাছে ভোট চাই। আপনারা যে যে দলই করেন না কেন, ঢাকার উন্নয়নে আমি সকলের ভোট চাই।

২৮ এপ্রিলের নির্বাচনে ঢাকা উত্তরবাসীকে তিনি টেবিল ঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

সুধী সমাবেশে কবি, সাহিত্যিক, শিল্পী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সহস্র নাগরিক কমিটির আহবায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসূফ বাচ্চু, অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপিকা পান্না কায়সার, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, সংসদ সদস্য ডা. এনামুল রহমান, সংসদ সদস্য কাজী রোজি, সাবিনা আকতার তুহিন, ইকরামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী চক্র হিংস্র পশুর মতো বাংলাদেশের পতাকাকে খাঁমচে ধরেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। এ বিরোধী শক্তির হাতে, যুদ্ধাপরাধীদের হাতে, হেফাজতিদের হাতে ঢাকাকে ছেড়ে দিতে পারি না। তাই আনিসুল হককে বিজয়ী করে আনতে হবে। কারণ, তার বিজয় মানে বাংলাদেশের বিজয়।

শুধু আনিসুল হককে নয়, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আ জ ম নাসিরকেও ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান বক্তারা।

তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের এই তিন প্রার্থীকে আমরা সমর্থন দিয়েছি। বিএনপি আন্দোলনের নামে ৯০ দিনের বেশি সময় মানুষকে অবরুদ্ধ করে রেখেছে। বোমা মেরে মানুষ হত্যা করেছে। এখন আবার স্বাধীনতাবিরোধী, জঙ্গি, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে। তাদের হাতে সিটি করপোরেশন যাতে চলে না যায় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসকে/আইএ/কেজেড/এএসআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।