ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

লালবাগে কাউন্সিলর প্রার্থীদের সভায় সংঘর্ষ, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
লালবাগে কাউন্সিলর প্রার্থীদের সভায় সংঘর্ষ, আহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর লালবাগে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সুশীল সমাজের মত বিনিময় সভায় সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় লালবাগ নবাবগঞ্জ বেড়িবাঁধ সংলগ্ন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন হাজী মো. আলমগীর (ট্রাক্টর মার্কা) ও স্থানীয় তরুণ জুয়েল (২২)।

জুয়েল বলেন, মত বিনিময় সভায় আমি কাউন্সিলর প্রার্থী হুমায়ুনকে (রেডিও মার্কা) তার অফিসে ঘুষ নেওয়া বিষয়ে প্রশ্ন করি। এতে হুমায়ুনের লোকেরা ক্ষুব্ধ হয়ে আমাকে মারধর শুরু করেন। পরে হাজী মো. আলমগীর বাধা দিলে তাকেও মারধর করা হয়। এতে আমরা দু’জনই আহত হই।

পরে আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লালবাগের মত বিনিময় সভায় হাতাহাতির কথা শুনেছি। তবে কেন হয়েছে তা এখনও জানতে পারিনি।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এজেডএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।