ঢাকা: মেয়র নির্বাচিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ সমর্থিত মেয়রপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন)।
বুধবার (২২ এপ্রিল) নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সকালে রাজধানীর বনশ্রী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ক্বাফী। এরপর রায়েরবাজার, জাফরাবাদ, শংকর এলাকায় সারাদিন প্রচারণা ও গণসংযোগ করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন, কাউন্সিলর প্রার্থী ডা. মনিরুল আহসান জুয়েল, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু, শ্রমিকনেতা আসলাম খান, যুবনেতা হাসান হাফিজুর রহমান সোহেল প্রমুখ।
আবদুল্লাহ আল ক্বাফী বলেন, ঢাকা শহরের প্রায় ৮৩ শতাংশ মানুষ ভাড়া বাড়িতে থাকেন। অনিয়ন্ত্রিত হারে বাড়ি ভাড়া বৃদ্ধি ঢাকাবাসীর অন্যতম সমস্যা। দফায় দফায় বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে তারা নাকাল। তাই আমি মেয়র নির্বাচিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করব।
নানা অজুহাতে প্রতি বছর দফায় দফায় বাড়ি ভাড়া বাড়ানো হয় মন্তব্য করে তিনি বলেন, যারা নিম্ন আয়ের মানুষ তাদের বেতনের মূল অংশ ব্যয় হয় বাড়ি ভাড়ার পেছনে। তাই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯৫ বাস্তবায়ন করে উত্তর ঢাকাবাসীর জীবনে স্বস্তি আনা হবে। বাড়ি ভাড়া বৃদ্ধির পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরা হবে।
তিনি আরও বলেন, ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে নির্বাচিত হলে সাধারণ মানুষের স্বার্থে সিটি করপোরেশনকে গড়ে তুলবো।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসএম/আরএম/