ঢাকা: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে নামানোর ঘোষণা দিলেও তাদের ক্যান্টনমেন্টের বাইরে আনবে না নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন এলাকার নির্বাচনী এলাকায় টহলও দেবে না সেনা সদস্যরা।
বুধবার (২২ এপ্রিল) রাতে এ সংক্রান্ত একটি চিঠি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) কাছে পাঠানো হয়েছে। চিঠিটি ইসির একজন উপ-সচিব নিজ হাতে পৌঁছে দিয়েছেন।
এতে বলা হয়েছে, সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভেতরে থাকবে। রিটার্নিং অফিসার ডাকলেই ‘কেবল’ তারা সাড়া দেবে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিটি নির্বাচনের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠক করবে। তবে সেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাউকে উপস্থিত থাকতে বলা হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মঙ্গলবার (২১ এপ্রিল) বলেছিলেন, নির্বাচনে জনগণের মানসিক শান্তির জন্যই সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
তিন সিটি নির্বাচনে সেনা চেয়ে ইসির উপ-সচিব সামসুল আলম সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে ওই দিন বিকেলেই চিঠি দেন। সেখানে তিন ব্যাটেলিয়ন সেনা সদস্য নিয়োজিত থাকবে বলে উল্লেখ করা হয়।
তার একদিন পরেই বুধবার রাতে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকবে বলে প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে আরেকটি চিঠি দেওয়া হলো।
এ বিষয়ে দায়িত্বশীল একজন নির্বাচন কমিশনার বাংলানিউজকে বলেন, সিটি নির্বাচনে সেনাবাহিনী নির্বাচনী এলাকার মধ্যেই থাকবে। ক্যান্টনমেন্টও নির্বাচনী এলাকার মধ্যে পড়ে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। গত কালই তো আমরা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলাম।
আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী নির্বাচনী এলাকায় ম্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছিলো ইসি। কিন্তু বুধবারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী ওই চারদিন ক্যান্টনমেন্টেই অবস্থান নেবে।
আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
ইইউডি/আইএ