ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

পাঁচ বছরে ঢাকা হবে সবুজ সিঙ্গাপুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
পাঁচ বছরে ঢাকা হবে সবুজ সিঙ্গাপুর আনিসুল হক / ফাইল ফটো

ঢাকা: আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক বলেছেন, আমি যদি মেয়র নির্বাচিত হই তবে পাঁচ বছরে ঢাকাকে সবুজ সিঙ্গাপুর হিসেবে তৈরি করবো।
 
বুধবার (২২ এপ্রিল) রাতে নগরীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সাধারণ ভোটারের মুখোমুখি হয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি।


 
আনিসুল হক বলেন, সমন্বিতভাবে ঢাকার সমস্যা নিরসন করবো। মেয়েদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করবো। যাতে করে কর্মজীবী মায়েরা স্বাচ্ছন্দে কর্মক্ষেত্রে যেতে পারেন। ওই বাস সার্ভিসের চালক ও সাহায্যকারীও হবে নারী।
 
তিনি আরও বলেন, নগরী যাতে করে সরকারের টাকা ছাড়া চলতে পারে সেই ব্যবস্থা করা হবে। ওয়াসা, বিদ্যুৎ বিভাগ ও তিতাস গ্যাসের সঙ্গে সমঝোতা করে নগরীরর সমস্যা দূর করবো।
 
বস্তিবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আনিসুল হক বলেন, বস্তির নানা সমস্যা আছে, আমরা এগুলো সমন্বিতভাবে নিরসন করতে চাই। সারা জীবন আমি কর্মসংস্থান সৃষ্টি করেছি, তাদের জন্যও ব্যবস্থা করবো।
 
শক্ত অবস্থান ও রাজনৈতিক কমিটমেন্ট থাকলে বস্তির সমস্যা নিরসন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।