ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী জোনায়েদ সাকি নগরীর দূষণ দূর করে সবার সম্মিলিত চেষ্টায় স্বাস্থ্যকর নগরী গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, ঢাকাবাসীর পাওনা অর্থ দুর্নীতি-লুণ্ঠন-অপচয় আর চাঁদাবাজিতে খরচ হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জনসংযোগকালে এসব প্রতিশ্রুতি দেন সাকি।
গণসংহতি আন্দোলন সমর্থিত এই তরুণ নেতা বলেন, আমি নির্বাচিত হলে ধুলোবালি-ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা হবে না, তাৎক্ষণিকভাবে তা সরিয়ে নেওয়া হবে। সকল ময়লা ভোরের আগেই অপসারণ করা হবে।
পরিবহন সঙ্কট সমাধানের জন্য সিটি কর্পোরেশন প্রয়োজনে নিজেদের উদ্যোগে বাস নামাবে। যানজট নিরসনে গণপরিবহনকে উৎসাহিত করা হবে বলেও জানান তিনি।
বুধবার বিকেলে রাজধানীর কল্যাণপুর এলাকায় গণসংযোগ করেন এই মেয়র প্রার্থী। প্রচারাভিযানকালে তার সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আবুল হাসান রুবেল, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, প্রবীর সাহা, তাহারাত লিয়নসহ স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
পিআর/এমজেএফ