ঢাকা: উত্তরা হাজি ক্যাম্পে থেকে ১৭তম দিনের নির্বাচনী প্রচারণায় নামবেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় হাজি ক্যাম্পের ইমামদের কাছ থেকে দোয়া ও ভোট প্রার্থনা করে এ দিনের প্রচারণা শুরু করবেন তিনি।
এরপর সেখান থেকে সকাল সাড়ে ১০টায় রাজধানী বনানী কড়াইল বস্তি এলাকায় যাবেন আনিসুল হক। সেখানে এরশাদ স্কুল মাঠে দ্বিতীয়বারের মতো বস্তির ছেলে-মেয়েদের সঙ্গে কথা বলবেন। এর আগে ১৪ এপ্রিল কড়াইল বস্তি ও এরশাদ স্কুলমাঠে গণসংযোগ করেছিলে এই মেয়র প্রার্থী।
এদিন কড়াইল বস্তি ছাড়াও বনানী বাজার, গুলশান-২ ডিসিসি মার্কেট, তেজগাঁও বিজিপ্রেস এলাকায় গণসংযোগ করবেন টেবিল ঘড়ি প্রতীকপ্রাপ্ত প্রার্থী আনিসুল হক।
বিকেল সাড়ে ৪টায় মিরপুর-১ নম্বরে গণসংযোগের মধ্য দিয়ে দিনের নির্বাচনী প্রচারণা শেষ করবেন তিনি।
নির্বাচনের দিন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা বেড়েছে। ভোটারদের মাঝে শেষ বারের মতো যাচ্ছেন প্রতিটি প্রার্থী এবং নিজের প্রতীকে ভোট প্রত্যাশা করছেন।
বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসএম/এমজেএফ