ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় সদর উপজেলার দোগাছি ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম বকুলসহ বিভিন্ন মামলায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বাংলানিউজকে বলেন, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম বকুলকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলায় জেলার শৈলকুপা উপজেলা থেকে তিনজন, সদর থেকে আট, কালীগঞ্জ থেকে চার, হরিণাকুন্ডু থেকে দুই, মহেশপুর থেকে দুই ও কোটচাঁদপুর উপজেলা থেকে একজনকে গ্রেফতর করা হয়।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএ