ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ইসির সিদ্ধান্ত দুই রকম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ইসির সিদ্ধান্ত দুই রকম ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) নিজেই দুই রকম সিদ্ধান্তে রয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার তাই ইসির কাছ থেকে প্রত্যাশা করছি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা লিংকরোডের গুদারাঘাট এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের এসব কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, একবার ইসি বললো সেনাবাহিনী নামছে। এ জন্য চিঠিও দিলো তারা। ঠিক তার পরদিন ইসি পাল্টা চিঠিতে সেনা সর্বস্তরে নামছে বলে আবার চিঠি দিলো। এমন দুই রকমের সিদ্ধান্ত কাম্য নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে পরপর কয়েকদিন হামলার বিষয়ে তিনি বলেন, নির্বাচনী কাজে নিরাপত্তা দেখা ইসির দায়িত্ব। এটি তাদেরই দেখতে হবে। তিনি (খালেদা) তিন বারের প্রধানমন্ত্রী তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ঢাকা উত্তরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সত্য তবে তার চেয়েও বড় কথা মানুষের যে ঝুঁকি রয়েছে সে বিষয়টি নিয়ে ভাবা। একজন ভোটার বাসা থেকে বের হয়ে নিজের পছন্দের প্রার্থীকে সুন্দর মতো ভোট দিয়ে আবার ঘরে ফিরতে পারবে এটা নিশ্চিত করা। যেখানে মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের প্রশ্ন রয়েছে সেখানে গুটি কয়েক ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে কথা বলে লাভ নেই। ইসিকে সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখার আহ্বানও জানান তিনি।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রতীক ‘বাস’। তিনি বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শুরু করেছেন বাড্ডা এলাকা থেকে। সঙ্গে চালাচ্ছেন গণসংযোগ। মানুয়ের কাছে চাচ্ছেন ভোট।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।