ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ফালুকে দেওয়া হাইকোর্টের জামিন আপিলে বহাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ফালুকে দেওয়া হাইকোর্টের জামিন আপিলে বহাল

ঢাকা: হরতাল-অবরোধে নাশকতার এক মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (এপ্রিল ২৩) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।



আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
এর আগে গত ১২ এপ্রিল রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চ ফালুকে জামিন দেন।

২০ দলের হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুরের অভিযোগে মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় তিনি (মোসাদ্দেক আলী ফালু) জামিন পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা।

গত ১ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলী ফালুকে আটক করে গোয়েন্দা পুলিশ। তিন মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
 
তবে ৩০ জানুয়ারি তুরাগ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় খিলগাঁও থানায় দায়ের হওয়া এবং ১ ফেব্রুয়ারি বাড্ডার প্রগতি সরণি এলাকায় পরিত্যক্ত অবস্থায় দু’টি ককটেল উদ্ধারের ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা মামলা রয়েছে তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এজেডকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।