ঢাকা: স্বামী মির্জা আব্বাসের জন্য এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিকসহ সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কাছে ভোট চাইলেন আফরোজা আব্বাস।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভিসির কক্ষে যান আফরোজা আব্বাস।
তবে ঢাবির প্রাক্তন ছাত্রী আফরোজা আব্বাসের আসার খবর শুনে বৈঠক ফেলে উঠে আসেন উপাচার্য। হাসিমুখে অভিবাদন জানান আফরোজাকে।
এ সময় ভিসির উদ্দেশে আফরোজা বলেন, আমার স্বামী মির্জা আব্বাস এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমিও এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সেই অধিকার নিয়ে আজ আপনার কাছে ভোট চাইতে এসেছি। আপনি ভোট দেবেন এবং মির্জা আব্বাসের পক্ষে কাজ করবেন।
আফরোজা আব্বাসের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার ও শিক্ষক নেতা সদরুল আমিনকে উদ্দেশ্য করে এ সময় আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আপনারাও ক্যাম্পেইনে নেমে গেছেন নাকি?
জবাবে তারা বলেন, হ্যাঁ- শেষ পর্যন্ত নামলাম আর কী?
ভিসির সঙ্গে কথা শেষ করে বেলা পৌনে ১২টার দিকে তার কক্ষ থেকে বেরিয়ে যান আফরোজা আব্বাস। এরপর বিভিন্ন প্রশাসনিক ভবন, ফ্যাকাল্টি ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনে ঘুরে ঘুরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কাছে ভোট চান আফরোজা আব্বাস। এ সময় স্বামীর ‘মগ’ মার্কা প্রতীকের লিফলেটও বিতরণ করেন তিনি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় প্রচার-প্রচারণা চালান আফরোজা আব্বাস। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আবাসিক ভবনের বাসিন্দা, ফুলার রোড, আশাপাশের দোকান-পাটে থাকা লোকজন ও পথচারীদের কাছে ভোট চান ‘আত্মগোপনে’ থাকা মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
এরও আগে বৃহস্পতিবার সকাল ৯টায় ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে প্রচারণা শুরু করেন তিনি। সঙ্গে দলের বেশ কয়েকজন মাঠ-পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসকে/এজেড/আইএইচ/জেডএস