ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

জনগণের ক্ষোভে মরিয়া সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
জনগণের ক্ষোভে মরিয়া সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জনগণের ক্ষোভে সিটি নির্বাচনে জয় পাবার আশা কমেছে সরকার সমর্থিতদের। আর তাই হামলা-মামলা চালিয়ে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ‘ঈগল’ প্রতীকে ঢাকা উত্তর সিটির মেয়র প্রতিদ্বন্দ্বী মাহী বি. চৌধুরী।



বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাবিধরা ১২নং রোডে নিজের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহী বি. চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে নির্বাচনে আসবেন এটা সরকার আগে বুঝতে পারেনি। এখন বুঝতে পেরে তার নির্বাচনী প্রচারে হামলা চালাচ্ছে, বাধা দিচ্ছে। তাকে নির্বাচন থেকে সরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

সরকারের আচরণে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভোটের দিন ভয়ে মানুষ ভোট দিতে আসবে কিনা তা নিয়ে এখন সন্দেহ সৃষ্টি হয়েছে। যেভাবে হামলা চালানো হচ্ছে, সাধারণ মানুষ এতে ভীত-শঙ্কিত।

নিজের নির্বাচনী প্রচারণায় বাধা পাচ্ছেন উল্লেখ করে মাহী বলেন, বিভিন্ন জায়গায় আমার ঈগল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। কোথাও পোস্টার ঝুলিয়ে রাখা যাচ্ছে না। মূলত সরকার মরিয়ে হয়েই এসব করছে। কারণ তারা বুঝেছে জনসমর্থন তাদের সাথে নেই।

ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে তিনি বলেন, এখানে সবকেন্দ্রই ঝুঁকিতে রয়েছে। এতে সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছি। তরুণরা ভোটের দিন বের হলেই কেবল একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে বলেও মত দেন এই মেয়রপ্রার্থী।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।