ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘ওনার নজর সিংহাসনের দিকে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
‘ওনার নজর সিংহাসনের দিকে’ থ্যমন্ত্রী হাসানুল হক ইনু/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের উন্নয়ন দেখেন না। ওনার নজর সিংহাসনের দিকে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।



‘সরকার ঢাকা ও চট্টগ্রামে উন্নয়ন করেনি’ খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে।
 
সরকারের বিগত সময়ের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, উনি বা ওনার (খালেদা) দলের নেতারা যাতায়াতের জন্য হাতিরঝিল, কুড়িল ফ্লাইওভারসহ অন্যান্য ফ্লাইওভার ব্যবহার করেন না। যারা ঢাকা বা চট্টগ্রামে বসবাস করেন, তাদের শেকড় গ্রামে বা ছোট শহরে। পরিবারের একটি পা সেখানে রয়ে গেছে। এ উন্নয়নের সুফল এখানে বসবাসকারীরা পাচ্ছেন, তেমনি স্বজনরাও পাচ্ছেন।
 
তথ্যমন্ত্রী বলেন, তিনি আসলে উন্নয়ন দেখেন না। ওনার নজর সিংহাসনের দিকে। থলের দিকে, টেন্ডারের দিকে। যদি উন্নয়নের দিকে নজর থাকতো তাহলে দেশদরদী প্রকল্প হাতে নিতেন।
 
দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও উল্লেখযোগ্য কোনো অবকাঠামোগত উন্নয়ন করেননি। উনি গতানুগতিকভাবে দেশচালিয়েছেন। ক্ষমতা ভোগ করেছেন।
 
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার চেয়ে খালেদা জিয়া বেশি ভালো দেশ শাসন করতে পারবেন না।
  
তিনি বলেন, আমি বলবো না যে, সরকার সব কিছুই ভাল করছে। শাসন-প্রশাসনে ত্রুটি-বিচ্যুতি-ব্যর্থতা থাকতে পারে, তা নিয়ে মানুষের মধ্যে সমালোচনা-নিন্দা-ক্ষোভ থাকতে পারে, এটাই স্বাভাবিক। আর যারা দেশের জন্য ভালো চান, তাদের কখনই ভাবা উচিত হবে না যে, খালেদা জিয়া শেখ হাসিনার শাসনের চেয়ে আরো ভালো শাসন উপহার দিতে পারবেন।
 
বিগত তিন মাসে রাজনৈতিক কর্মকাণ্ডের নামে বিএনপি-জামায়াতের মানুষ পুড়িয়ে মারার ঘটনায় হাসানুল হক ইনু বলেন, আদালতে প্রমাণ হলে খালেদা জিয়ার ফাঁসি হবে। তার বিচারের জন্য আদালত প্রস্তুত আছে।
 
নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তার নিরাপত্তা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে আমরা নিরাপত্তা দিতে পেরেছি। আর সে কারণেই তিনি সুস্থভাবে বাড়ি যেতে পেরেছেন।

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার বিষয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া নিজেই উস্কানির বস্তু, উত্তেজনা সৃষ্টিকারী। খালেদা জিয়ার স্থান-কাল-পাত্রের জ্ঞান থাকা উচিত। খালেদা জিয়ার সমর্থকরা সম্ভাব্য পেট্রোলবোমা। তাই তার উচিত নির্বাচনী প্রচারণায় না নেমে ঘরে বসে থাকা।
 
বিগত তিন মাসের পেট্রোল বোমা হামলায় মানুষ মারার ঘটনা উল্লেখ করে ইনু বলেন, বাংলাদেশে খালেদা জিয়া আগুনযুদ্ধ চাপিয়ে দিয়েছেন। তার আর রাজনীতিতে থাকা উচিত নয়। তার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি।

সাভারের ব্যাংক ডাকাতির ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনার আলামত জঙ্গিবাদের। এটি ব্যাংক ডাকাতি নয়। এতে রাজনৈতিক মাত্রা আছে।  
 
খালেদার বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিদ্যুৎ, তথ্য, যোগাযোগ খাতের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।
 
সরকারের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরাটা নির্বাচনে প্রভাব ফেলা এবং আচারণবিধি ভঙ্গ হচ্ছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বচানের প্রার্থী নন। আমি শুধু তার বক্তব্যের জবাব দিয়েছি। এতে নির্বচনী আচরণবিধি ভঙ্গ হবে না।
 
সংবাদ সম্মেলনের শুরুতেই তথ্যমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ইতিহাসের জঘন্য আগুন সন্ত্রাসের পর খালেদা জিয়া খোলস, পোশাক, ঘোমটা পড়ার স্টাইল, ভ‍ুল পাল্টে নিজেকে আবার রাজনীতিতে বহালের যে দূরভিসন্ধি করছেন সে বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসীকে সতর্ক করতে দু-একটি কথা বলার জন্যই এ আয়োজন।
 
খালেদা জিয়ার পোশাক নিয়ে মন্ত্রীর বক্তব্য অশালীন কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি সংসদীয় শব্দ ব্যবহার করেছি। যে সন্ত্রাসী তাকে সন্ত্রাসী বলতেই হবে। যে আগুনসন্ত্রাসী তাকে আগুনসন্ত্রাসী বলতে হবে। আমার মতে তা অশ‍ালীন নয়।
 
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫, /আপডেট ১৫১১ ঘণ্টা
এসএমএ/বিএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।