ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁনখারপুলে সাঈদ খোকন, বাহাদুর শাহ পার্কে স্ত্রীর প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
চাঁনখারপুলে সাঈদ খোকন, বাহাদুর শাহ পার্কে স্ত্রীর প্রচারণা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি নির্বাচনে প্রচারণার ১৭তম দিনে ‘ইলিশ’ প্রতীক নিয়ে রাজধানীর চাঁনখারপুলে প্রচারণা চালাচ্ছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

এদিকে, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন স্ত্রী ফারহানা সাঈদ।



বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে প্রচারণায় নেমেছেন তারা।

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। সব প্রার্থীদের মতো তিনিও জোর প্রচারণা চালাচ্ছেন, যাচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে। একইসঙ্গে স্ত্রী ফারহানা সাঈদও স্বামীর পক্ষে ভোট চেয়ে ঘুরছেন ঢাকা দক্ষিণের এ প্রান্ত থেকে ওপ্রান্তে।

প্রচারণার ১৭তম ও নিজের তৃতীয়তম দিনে ফারহানা সাঈদ পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহারদুর শাহ পার্কে প্রচারণা চালান। ১০-১২ জন সমর্থক নিয়ে তিনি পার্কে আসা দর্শনার্থীদের কাছে ভোট প্রার্থনা করেন। তাদের হাতে দেন লিফলেট।

এ সময় তিনি বলেন, প্রচারণায় মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার স্বামী সৎ লোক। আপনারা একবার সুযোগ দিন। তিনি তার বাবার মতো ঢাকাবাসীর জন্য নিজেকে উৎসর্গ করবেন।

এদিকে, রাজধানীর চাঁনখারপুল ও আশপাশের এলাকায় প্রচারণা চালাচ্ছেন সাঈদ খোকন। ভোটারদের আকৃষ্ট করতে পারিবারিক ইতিহাস-ঐতিহ্য ও ঢাকাবাসীর সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরছেন।

ঢাকাবাসীর জন্য বাবার প্রাণোৎসর্গের কথা স্মরণ করে দিয়ে নিজেকে উৎসর্গ করারও প্রতিশ্রুতি দেন সাঈদ খোকন। বিনিময়ে একটি ভোট চান। একবার সুযোগ চান।

১৭তম দিনের প্রচারণায় দুপুর ১টায় হাইকোর্টের সুপ্রীমকোর্ট বারের আইনজীবীদের মধ্যে গণসংযোগ এবং বিকেল ৩টায় ফুলবাড়িয়ার বাসস্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় করবেন সাঈদ খোকন।

এরপর বিকেল ৪টা থেকে শ্যামপুরের ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডে গণসংযোগ করবেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।