ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘ইসির সেনা মোত‍ায়েনের সিদ্ধান্ত শুভঙ্করের ফাঁকি’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
‘ইসির সেনা মোত‍ায়েনের সিদ্ধান্ত শুভঙ্করের ফাঁকি’ (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের (ইসি) ‘শুভঙ্করের ফাঁকি’ বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  সকালে মির্জা আব্বাসের বাসার সামনে তার নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে বলেও মন্তব্য করেছেন হান্নান শাহ।

হান্নান শাহ অভিযোগ করে বলেন, নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় সরকার বিভিন্ন পথ খুঁজছে। নির্বাচন থেকে আমাদের সরিয়ে দেওয়ার পায়তারা করছে সরকার। কিন্তু বিএনপি নির্বাচন থেকে সরবে না।

সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা উত্তরে তাবিথ এম আউয়াল এবং দক্ষিণে মির্জা আব্বাসের নিরঙ্কুশ বিজয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপি সমর্থিত প্রার্থীদের পুলিশ এবং সরকারি দলের নেতারা নানাভাবে হয়রানি করছে বলেও অভিযোগ করেন হান্নান শাহ।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।