ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নিরাপদ নগরী গড়তে চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
নিরাপদ নগরী গড়তে চাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকাকে নারী ও শিশুদের জন্য নিরাপদ নগরী হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন উত্তরের মেয়রপ্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকী। তিনি বলেন, আমরা জন অংশগ্রহণের মাধ্যমে নারী-শিশুদের নিরাপদ নগরী করতে চাই।

এজন্য পরিবর্তনের পক্ষে টেলিস্কোপ মার্কায় ঢাকা উত্তরের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি।
 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর খিলক্ষেত এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খিলক্ষেত এলাকায় গণসংযোগ করে তিনি যাবেন গুলশান, বনানী এলাকায়। এরপর কড়াইলবস্তি হয়ে দিনের প্রচারণা শেষ করবেন।
 
জোনায়েদ সাকী বলেন, বিগত আড়াই দশকে ডিসিসি প্রমাণ করেছে দুইদলীয় রাজনৈতিক প্রার্থীরা ঢাকাকে নতুন কোনো জায়গায় নিতে পারে না। মানুষ পরিবর্তন চায়। কিন্তু ঢাকার পরিবর্তনে তারা (প্রধান দুই দলের প্রার্থী) সক্ষম নয়। তাই আমরা সবার অংশগ্রহণে পরিবর্তনের ঢাকা চাই। যেখানে নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। খেটে খাওয়া মানুষ, নবীন-প্রবীণ, নারী-শিশুসহ সকলের মর্যদা প্রতিষ্ঠা পাবে। আমরা সবাই মিলে আগামীর ঢাকা গড়তে চাই।
 
তিনি বলেন, নির্বাচিত হলে দুর্গন্ধ মুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ার ইচ্ছা আছে। এছাড়া তরুণদের জন্য উদ্যোক্তা বান্ধব উৎপাদনশীল অর্থনীতির শহর গড়তে চাই। দুর্নীতি মুক্ত জনগণের অংশগ্রহণের ভিত্তিতে গণতান্ত্রিক নগর প্রশানসন করতে চাই। এজন্য প্রয়োজন নতুন কল্পনা, নতুন রাজনীতির। যা বিগত আড়াই দশকে দ্বিদলীয় রাজনীতিকরা পারেননি। তারা এ কাজের জন্য সক্ষমই নন।
 
নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে সাকী আরও বলেন, নির্বাচনী প্রচারণায় বিভিন্ন প্রার্থীদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে নির্বাচনে গণতান্ত্রিক পরিবশে নষ্ট হচ্ছে। ভোটারদের মধ্যে এখনই শঙ্কা তৈরি হয়েছে তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা এ নিয়ে।
 
তিনি বলে, একদিকে পেশিশক্তি অন্যদিকে টাকার খেলা চলছে। আমারা নির্বাচন কমিশনের (ইসি) প্রতি এসব বন্ধের আহ্বান জানাচ্ছি।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।