ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবীদের কাছে ভোট চাইলেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ভোট চাইতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আসেন তিনি।
এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আব্দুল বাসেত মজুমদারসহ সিনিয়র আইনজীবীরা তাকে স্বাগত জানান।
এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাছে গিয়ে ‘ইলিশ’ প্রতীকের লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করেন।
পরে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, আমি ঢাকার সন্তান। ঢাকাবাসীর ভোটে আমার হক সবচেয়ে বেশি। আমি তাদের সন্তান হিসেবে ঢাকার উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য সবার কাছে বিনীত প্রার্থনা করছি।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট বারে এসেছি সব আইনজীবীদের কাছে দোয়া চাইতে। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।
সাঈদ খোকন বলেন, নগর নিয়ে আমার অনেক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে বাস্তবায়ন করবো। নাগরিক সুবিধা নিশ্চিত করবো।
সেনা মোতায়েন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের বিষয়।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এজেডকে/জেডএস