ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটের মাঠে কালো টাকার খেলা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ভোটের মাঠে কালো টাকার খেলা চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নির্বাচনী মাঠে কালো টাকার খেলা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমর্থিত মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী রতন।
 
তিনি বলেছেন, বড় দুই দলের প্রার্থীই নির্বাচনী মাঠে বিধি লঙ্ঘন করে অঢেল অর্থ ব্যয় করছেন।

এই অনিয়ম বন্ধে নির্বাচন কমিশনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় আড়ং চত্বরে এক পথসভায় এ আহ্বান জানান।
 
ক্বাফী রতন বলেন, পেট্রোল বোমা মেরে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া ঠিক হয়নি। আবার নির্বাচনী প্রচারণাকালে তাদের গাড়িবহরে হামলা একজন প্রার্থী হিসেবে আমি সমর্থন করতে পারি না। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে এসব বিষয়ে নির্বাচন কমিশন ও সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
 
পথসভা শেষে সেখান থেকে গণসংযোগে বের হন তিনি। এ সময় লালমাটিয়া, মোহাম্মদপুর বাজার হয়ে শেখেরটেক এলাকায় গণসংযোগ চালান।
 
গণসংযোগে অংশ নেন সিপিবি নেতা আহসান হাবিব লাবলু, পরিবেশ আন্দোলনের নেতা আসলাম খান, সাবেক ছাত্র নেতা মোতালেব হোসেন, সাংবাদিক নিখিল ভদ্র, বস্তিবাসী ইউনিয়নের নেতা কুলসুম বেগম, যুব নেতা খান আসাদুজ্জামান মাসুম প্রম‍ুখ।
 
কর্মসূচী থেকে আবদুল্লাহ আল ক্বাফীকে ‘হাতি’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
 
বৃহস্পতিবার নাখালপাড়া, এফডিসি এলাকা, লালমাটিয়া, মোহাম্মদপুর হয়ে মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে মিরপুর-১০ গোল চত্বর এলাকায় দিনের নির্বাচনী প্রচারণা শেষ করবেন ক্বাফী রতন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।